দাঁতের রুট ক্যানেল চিকিৎসা কি এবং এর খরচ কেমন
রুট ক্যানেল চিকিৎসা নিয়ে এই পোস্টে বিস্তারিত আলোচনা করা হবে। আপনারা যারা দীর্ঘদিন ধরে দাঁতের ব্যথায় ভুগছেন এবং তাতে নানা ধরনের ক্ষতি হয়ে গেছে। বা দাঁতে ক্যাভিটি বা এরকম সমস্যা জনিত কারণে প্রচন্ড ব্যথা রয়েছে। বিশেষ করে এই পোস্টটি তাদের জন্য ইনফরমেটিভ হতে চলেছে।
রুট ক্যানেল চিকিৎসা কি, কিভাবে রুট ক্যানেল চিকিৎসা করতে হয়, এবং রুট ক্যানেল চিকিৎসা করতে কেমন খরচ হয় এ নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এই পোস্টে। আপনাদের যাদের রুট ক্যানেল চিকিৎসা সম্পর্কে জানার আগ্রহী আছে তারা সম্পূর্ণ পোস্টটি পড়লে সবকিছু ভালোভাবে জেনে যাবেন।
রুট ক্যানেল চিকিৎসা কি
রুট ক্যানেল এমন এক ধরনের চিকিৎসা পদ্ধতি যা মূলত দাঁতের ভিতরে গর্ত এবং দাঁত ক্ষয় হয়ে যাওয়ার কারণে করা হয়ে থাকে। প্রথমে কোন একটা দাঁতের হালকা ক্ষয় বা গর্তের কারণে দাঁতের শিরশির বা যন্ত্রণা সৃষ্টি হয়। তারপর এই সমস্যা দীর্ঘদিন নিয়ে থাকার কারণে দাঁতের গর্ত বা ক্ষয় যখন বেশি হয়ে থাকে তখন রুট ক্যানেল চিকিৎসা করার প্রয়োজন হয়।
রুট ক্যানেল চিকিৎসা করার সময় দাঁতের উপরিভাগ ভালোভাবে পরিষ্কার করা হয়। এবং দাঁতের ভেতরের টিস্যু বা নার্ভ যদি ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে তখন সেই মরা এবং ক্ষতিগ্রস্ত নার্ভ গুলো বের করা হয়। এবং সেই টিস্যুগুলো পরিষ্কার করার পর দাঁত এক ধরনের পদার্থ ব্যবহার করে ফিলিং করে দেয়া হয়। এবং ফিলিং করার পরে যাতে আবার নতুন করে ক্যাপ পড়ানো হয়। এভাবেই রোড ক্যানেল চিকিৎসা করা হয়ে থাকে।
রুট ক্যানেল চিকিৎসা কখন প্রয়োজন হয়
বিশেষ করে আমরা আমাদের শরীরে কোন রোগ বাসা বাঁধলে তৎক্ষণাৎ আমরা সঠিক ট্রিটমেন্ট গ্রহণ করি না। যার ফলে আমরা যখন কঠিন পর্যায়ে চলে যায় তখন আমাদের রোগ নিয়ে আমরা নানা দুশ্চিন্তা এবং কষ্টে ভুগে থাকি। আর বিশেষ করে দাঁতের ক্ষেত্রেও তাই। আমাদের দাঁতে যখন প্রথমে অল্প গর্ত বা ক্ষয় হয়ে থাকে আমরা তখন ডাক্তারের কাছে না গিয়ে হালকা ব্যথা এবং যন্ত্রণা সহ্য করে থাকি।
কিন্তু যখন আমাদের ব্যথার পরিমাণ অসহ্যকর হয় আমরা আর সহ্য করতে পারি না দাঁতের প্রচুর ক্ষয় হতে হতে দাঁতের গর্তের পরিমাণ বেড়ে যায় এবং এটা ভিতরের টিস্যু পর্যন্ত পৌঁছে গিয়ে আমাদের যন্ত্রণা এবং নানা ধরনের সমস্যা বেড়ে যায়। আর এই পর্যায়ে আমাদের কষ্ট সহ্য হয় না তখন আমরা ডাক্তারের শরণাপন্ন হয়ে থাকি। ডাক্তার তখন যদি দেখে গর্তের পরিমাণ অনেক বেড়ে গেছে যা স্নায়ু পর্যন্ত চলে গেছে। তখন ডাক্তার আমাদের দাঁ ত পরিষ্কার এবং যন্ত্রনা মুক্ত করার জন্য রুট ক্যানেল চিকিৎসা করে থাকে।
রুট ক্যানেল চিকিৎসা করতে কি ব্যথা হয়
আগেকার যুগে দাঁতের চিকিৎসা করার ক্ষেত্রে অনেকেই অনেক ভীতি প্রকাশ করত। কিন্তু বর্তমানে অনেক আধুনিক মেশিন এবং নানা ধরনের ওষুধ আসার কারণে এখন অনেক চিকিৎসা সহজ ভাবে করা যায়। এজন্য দাঁতের রুট ক্যানেল চিকিৎসা করার ক্ষেত্রে বর্তমানে এখন আর কোন কষ্ট বা ব্যথা অনুভব করতে হয় না।
ডাক্তারেরা আপনার দাঁতের ট্রিটমেন্ট শুরু করার আগেই আপনার দাঁতের ওই এরিয়া নির্দিষ্ট কিছু ওষুধ দিয়ে অবশ করে নেয় যার ফলে আপনার ট্রিটমেন্ট চলা অবস্থায় আপনি কোন ব্যথা অনুভব করবেন না। এজন্য কারো যদি দাঁতের অনেক বেশি ক্ষতি হয়ে থাকে রুট গেলে চিকিৎসা করবো কি করবো না এ বিষয় নিয়ে ভয় করছেন তারা অবশ্যই চিকিৎসা নিন কারণ এখন আর চিকিৎসাতে কোন ব্যথা এবং কষ্ট সহ্য করতে হবে না আপনাকে সহজ পদ্ধতিতেই আধুনিক মেশিনের মাধ্যমে ট্রিটমেন্ট করা হবে।
রুট ক্যানেল চিকিৎসার পদ্ধতি
ম্যানুয়াল চ্যানেল চিকিৎসা
ম্যানুয়াল রুট ক্যানেল চিকিৎসা বলতে এটা মূলত হাতের মাধ্যমে নির্দিষ্ট কিছু সাধারণ যন্ত্রপাতি ব্যবহার করে করা হয়ে থাকে। আগের ডাক্তারেরা যেভাবে দাঁতের ট্রিটমেন্ট করত ঠিক সেভাবে এই পদ্ধতিতে কিছু সূচ এবং প্রয়োজনীয় ওষুধ বা কেমিক্যাল ব্যবহার করে আপনার দাঁতের সকল ময়লা, আবর্জনা পরিষ্কার করা হয়। এবং তাতে প্রয়োজনমতো ফিলিং করে দেয়া হয়।
মেশিন দিয়ে রুট ক্যানেল চিকিৎসা
দাঁতের চিকিৎসা করার মেশিনের নাম হচ্ছে এক ধরনের এন্ড মটর। এই মেশিনে কিছু বাড়তি ফিচার পাওয়া যায় যা ম্যানুয়াল উপায়ে করলে সেগুলো পাওয়া যায় না। যা ব্যবহার করে ando activator দ্বারা খুব সহজেই দাঁত পরিষ্কার করা এবং এই মেশিনের দ্বারা খুব তাড়াতাড়ি এবং এই মেশিন দিয়ে দাঁতের চিকিৎসা করলে কষ্ট কম হয়ে থাকে। এজন্য বর্তমানে এ ধরনের মেশিন দিয়ে দাঁতের রুট ক্যানেল চিকিৎসা করা হয়।
তবে এই মেশিন গুলো দিয়ে দাঁতের চিকিৎসা করলে খরচ একটু বেশি হয়ে থাকে কিন্তু অনেক সুবিধা পাওয়া যায়। অল্প সময়ের মধ্যে চিকিৎসা সম্পন্ন করা যায় পাশাপাশি যন্ত্রণাও কম ভোগ করতে হয়।
রুট ক্যানেল করা দাঁতে কি ক্যাপ করা প্রয়োজন
রুট ক্যানেল করার পর দাঁতের সুরক্ষার জন্য ক্যাপ করা হয়ে থাকে। বিশেষ করে ভিতরে দাঁতগুলো আমাদের খাবার চিবানোর কাজে সর্বদা নিয়োজিত থাকে। এজন্য ভিতরের দাঁতগুলোর সমস্যা যদি তুলনামূলক মিডিয়ামের থেকে বেশি হয়। বা মিডিয়াম সমস্যা হলেও ক্যাপ করা প্রয়োজন। আবার দাঁতের সমস্যা যদি খুব গুরুতর না হয় দাঁতের গঠন বা ওয়ালগুলো যদি ডাক্তার যদি দেখে মনে করেন যে এই দাঁত জীবাণুর সময় কোন সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে না বা কম থাকে তখন ক্যাপ না করলেও চলে।
তবে আপনি রোড ক্যানেল করার পর ডাক্তারের পরামর্শ নিয়ে এবং আপনার দাঁতের অবস্থা বুঝে ক্যাপ করা জরুরী বা প্রয়োজন কিনা এটা নির্ভর করে। আপনার দাঁতের যদি কোন এক সাইড ক্ষয়প্রাপ্ত হয়ে যায় বা দাঁতে গর্ত যদি বেশি পরিমাণ হয় তাহলে অবশ্যই রুট ক্যানেল করার পর ক্যাপ লাগাতে হবে। তাছাড়া আপনি চিবানোর কাজ সঠিকভাবে করতে পারবেন না।
রুট ক্যানেল করতে কেমন খরচ হয়
দাঁতের রুট ক্যানেল করতে খরচের বিষয়টা নির্ভর করে ডাক্তার এবং ডাক্তারের অভিজ্ঞতা এবং কোন চেম্বারে আপনি কাজটি করছেন। তবে আমি আপনাকে মিনিমাম একটা ধারণা দিতে পারি আপনি যেখানেই যান একটু কম বেশি হবে এর থেকে খুব একটা কম বেশি হবে না।
বাংলাদেশে রুট ক্যানেল করতে ৫ হাজার থেকে ১৫ হাজার পর্যন্ত খরচ হতে পারে। এটা নির্ভর করে আপনার দাঁতের অবস্থার উপরে এবং কোন ডাক্তার দিয়ে করাচ্ছেন তার উপরে। খুব বেশি যদি সিরিয়াস না হয় বা প্রথম স্টেজে তাহলে ৫ থেকে ৭ হাজার টাকা লাগতে পারে।
আর যদি সমস্যার পরিমাণ বেশি হয় তাহলে ১০ থেকে ১৫ হাজারের দিকে টাকা খরচ হতে পারে। এটা নির্ভর করে আপনার এলাকার ডাক্তার এবং আপনার দাঁতের উপর।
আমার শেষ কথা
রুট ক্যানেল চিকিৎসা পদ্ধতি মূলত দাঁতের তিনটা স্তরের মধ্যে উপরের দুইটা স্তর ভেদ করে দাঁতের জীবাণু বা ব্যাকটেরিয়া যখন দাঁতের মজ্জা এবং টিস্যু পর্যন্ত পৌঁছে যায় তখন মূলত এই চিকিৎসা করার প্রয়োজন হয়ে থাকে। এজন্য চেষ্টা করুন দাঁতের হালকা যন্ত্রনা ব্যথা হলেই ডাক্তারের কাছে যাওয়ার তাহলে এই গুরুতর চিকিৎসা থেকে বেঁচে যাবেন।
আপনি যদি আপনার দাঁতের হালকা ব্যথা এবং যন্ত্রণা অনুভব হওয়ার সাথে সাথে ডাক্তারের কাছে গিয়ে ট্রিটমেন্ট করেন তাহলে এ ধরনের বড় চিকিৎসা করার প্রয়োজন পড়বে না। এজন্য চেষ্টা করুন দাঁতে হালকা গর্ত বা ক্ষয় হওয়ার সাথে সাথে ডাক্তারের কাছে যাওয়ার জন্য। হালকা গর্ত বা ক্ষয় সাধারন ফিলিং এর মাধ্যমে ভরাট করে আপনার দাঁতকে সুরক্ষা করা যাবে।
এখানে কমেন্ট করুন
comment url